সারাদেশে বিজিবি মোতায়েন

এসএসসি পরীক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও মহাসড়কে নিরাপত্তার স্বার্থে রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার ৩৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার সকাল থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রাখা হয়।’

ঢাকার বাইরে সকাল ৬টা থেকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৮৯ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৩ প্লাটুন এবং এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আরও ৬৯ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

Scroll to Top