‘সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে’

85

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত না দিলে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ ঘোষণা দেন।

খন্দকার মাহবুব বলেন, যে সরকার দেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসা থেকে তুলে নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ফেরত চাই। অন্যথায় আইনজীবীরা একত্রিত হয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।