৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস

83400_bcsss_71237-2 ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) আসন বিন্যাসটি দেয়া হয়েছে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত।

পিএসসির ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা আসন বিন্যাসটি খুঁজে নিতে পারবেন। এই পরীক্ষার প্রবেশপত্রও ইতিমধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রবেশপত্রের জন্য নিবন্ধনের সময় দেয়া ইউজার আইডি ও পার্সওয়ার্ড দিয়ে (http://bpsc.teletalk.com.bd/bcs/admitcard)এই ঠিকানায় খোঁজ করতে হবে। পরীক্ষার্থীদের এই প্রবেশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে সঙ্গে আনতে হবে। ১ হাজার ৮০৩টি শূন্যপদে নিয়োগ দিতে গত বছরের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদনের শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর।

৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন। অতীতে কোনো বিসিএসে এত বেশিসংখ্যক প্রার্থী আবেদন করেননি।

Scroll to Top