অন্তর্বাস চুরির দায়ে কারাগারে যুবক

অন্তর্বাস চুরির অভিযোগে চীনের শানডোঙ্গ পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে৷ জানা গেছে, ওই যুবক নারীর অন্তর্বাস চুরি করত এবং ঘুমানোর সময় নিজে সেগুলো ব্যবহার করত৷

যুক্তরাজ্যের মিরর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, প্রায় তিন বছর চেষ্টার পর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তাকে ধরা সম্ভব হয়৷ ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১ শ’র অধিক অন্তর্বাস উদ্ধার করে৷

যুবক জানায়, রোদে শুকাতে দেওয়া অন্তর্বাস চুরি করে এনে নিজের বাড়িতে মজুত করত সে৷ আর রাতে সেসব জড়িয়ে ঘুমিয়ে পড়ত।

ওই যুবকের নাম গুয়াং কুনহান। তিনি ৪৪ বছর বয়সী। কোনও সঙ্গী ছাড়াই তিনি বাস করেন। এর আগে গত বছর ডিসেম্বরে চীনের আরেক যুবক দুই হাজার অন্তর্বাসসহ গ্রেফতার হন।

Exit mobile version