আরও পরিণত বয়সে বিয়ে করতে চান সালমান খান

মুম্বাই সিনেপাড়ার সবচেয়ে আকাক্সিক্ষত পাত্রের আসনে তিনি বসে আছেন অনেক বছর ধরেই। অবশ্য ৪৯ বছর বয়সেও বিয়ের তাড়া নেই তার। বলিউড সুপারস্টার সালমান খান জানালেন, আরও পরিণত বয়সে বিয়ে করতে চান তিনি।

সম্প্রতি এক সামিয়কী দেয়া সাক্ষাৎকারে সালমান জানান, অনেকটাই ঘরকুনো স্বভাবের মানুষ তিনি। কাজ না থাকলে ঘর ছেড়ে বের হতে ইচ্ছা করে না তার।

টাইমস অফ ইন্ডিয়া বলছে, কদিন পরই পঞ্চাশে পা দিতে যাওয়া সালমান বিয়ের জন্য এখনও প্রস্তুত নন।
তিনি বলেন, “যখন বড় হবো, আরও সঠিক হবো, আরও পরিপক্ক হবো, তখন সারা জীবনের জন্য সম্পর্কে জড়াবো।”
সালমানের মতে, বাবা হওয়ার জন্য স্ত্রীর প্রয়োজন নেই।

সোমি আলি থেকে শুরু করে সালমানের প্রেমিকার লম্বা তালিকায় সর্বশেষ সংযোজন ছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু একবারের জন্যও তার বিয়ের ভাগ্যের শিকে ছেঁড়েনি। এরপর বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে সালমানের নাম যুক্ত হলেও শেষমেশ তা গুঞ্জন হিসেবেই থেকে যায়।

Exit mobile version