নাচ বালিয়েতে একসঙ্গে প্রীতি-চেতন

এবার থেকে তাদের দু’জনকে একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায়। নাচ বালিয়ে-এর সপ্তম সিজনে বিচারকের আসনে তাদের একত্রে দেখা যাবে। তার ঠিক আগেই একটি সত্যি স্বীকার করে নিলেন এই রিয়্যালিটি শো-এর অন্যতম বিচারক এবং দেশের বেস্ট সেলিং লেখক চেতন ভগত।

তিনি স্পষ্ট জানিয়েছেন, কলেজে পড়ার সময় থেকেই প্রীতি জিন্টার প্রতি তীব্র ক্রাশ ছিল তার! দিল সে ছবিতে প্রথম বার দেখার পর থেকেই এই চরম ভালোলাগার জন্ম। শুধু ভালোলাগাতেই থেমে থাকেনি চেতনের প্রীতি-প্রেম। তিনি এও জানিয়েছেন, তার বইয়ের বেশিরভাগ নারী চরিত্রই প্রীতির কথা মাথায় রেখে তৈরি করেন। তার সৃষ্ট বেশিরভাগ চরিত্রই প্রীতির মতো চনমনে, বোল্ড।– ওয়েবসাইট।

Scroll to Top