আমেরিকার কোয়াচেলায় মঞ্চ মাতাতে উঠেছেন র্যাপার ড্রেক। তার ৭৫ মিনিটের পারফরমেন্সে মেতে উঠেছেন হাজারো দর্শক। গুজব রটেছে, ড্রেকের সঙ্গে যোগ দিতে পারেন রিহানা ও জে জেড। কিন্তু ঘটলো অন্য ঘটনা। মঞ্চে উঠে এলেন ম্যাডোনা। শুধু তাই নয়, ম্যাডোনা একপর্যায়ে ড্রেকের ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাখলেন বেশ কিছুক্ষণ। ম্যাডোনার চুমো পেয়েও ড্রেককে মোটেও খুশি মনে হয়নি।
ড্রেক তার সর্বসাম্প্রতিক অ্যালবাম এর একটি গান ‘ম্যাডোনা’ গেয়ে শেষ করেছেন। এর পর হঠাৎ করেই মঞ্চে চলে আসলেন ৫৬ বছর বয়সী ম্যাডোনা। হাঁটু পর্যন্ত মোড়ানো কালো বুট এবং রোব পরেছেন তিনি। রোবটি খুলে ফেলার পর ড্রেক একটি চেয়ারে বসে পড়লেন। কিছুটা সময় দিলেন ম্যাডোনাকে পারফর্ম করার জন্যে।
হঠাৎ করেই একপর্যায়ে চেয়ারে বসা ড্রেকের ঠোঁটে বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে রাখলেন ম্যাডোনা। এরপর ড্রেককে বিরক্ত হয়ে মুখ মুছতে দেখা গেছে। ঘটনার পর ড্রেক অবশ্য দর্শকদের উদ্দেশ করে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা…..কি হলো?’
সূত্র : বিজনেস ইনসাইডার