অনেক সন্তানের মা হতে চান দীপিকা

দীপিকা বুঝি আঞ্জেলিনা জোলির পথেই হাঁটতে চাইছেন। তাকে আইডল মেনেই হয়ত সামনের পথগুলো চলতে চাইছেন তিনি। ছোট পরিবার মানেই যে সুখী পরিবার এই তত্ত্বে মোটেও বিশ্বাস নেই দীপিকা পাড়ুকোনের। বরং তিনি মনে করেন ঘরভর্তি বাচ্চাকাচ্চার হইচই থাকলেই তো সুখে ভরে ওঠে সংসার! দীপিকা জানালেন, তিনি এত্ত এত্ত বাচ্চাকাচ্চা চান। কিন্তু সেটা এখনই নয়।

দীপিকা বলেন, ‘বিয়ে তো অবশ্যই করব। সংসারও শুরু করব। আমি অনেক, অনেক, অনেকগুলো বাচ্চা চাই। কিন্তু এখন তো কাজ করছি।’ জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ সেটা জিজ্ঞেস করলে তিনি জানান, ‘আগে সেই সঠিক মানুষটাকে খুঁজে বার করতে হবে। আমার বয়স মাত্র ২৮। এখন আমাকে চুটিয়ে প্রেম করার সুযোগ দেওয়া উচিত। যাকে বিয়ে করব, যার সাথে আজীবন কাটাবো, সেই মানুষটাকে খুব ভালোভাবে জেনেশুনে তারপর সিদ্ধান্ত নিতে চাই। যখন মনে হবে, এটাই বিয়ে করার আসল সময়, বিয়েটা তখনই করে ফেলব।’

Exit mobile version