অমিতাভের জন্যই ছবি ছাড়লেন দীপিকা?

‘পিকু’তে বাঙালি বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত অমিতাভ বচ্চন আর দীপিকা পাড়ুকোন। এরপর নতুন কিছু ছবিতে এই জুটির অভিনয়ের কথা শোনা গেলেও সেগুলোর কোনোটাই সম্ভবত হচ্ছে না। যশরাজ ফিল্মসের নতুন ছবিতে দীপিকা ও হৃতিক রোশানকে চূড়ান্ত করেছিলেন ‘ধুম ৩’ খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণা। কিন্তু ছবির আরেকটি চরিত্রে অমিতাভকে নেওয়ার খবর শুনে শেষ মুহূর্তে বেঁকে বসেছেন দীপিকা। শোনা যাচ্ছে, এর মধ্যেই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ অভিনেত্রী। কয়েক মাস আগে ‘পিকু’র সাফল্যে দীপিকার দেওয়া পার্টিতে অমিতাভের অনুপস্থিতির পরই দুজনের মধ্যে ঝামেলার শুরু। পরে অমিতাভ জানান, তাঁকে ওই পার্টিতে আমন্ত্রণই জানানো হয়নি। বিষয়টি স্বীকার করে দীপিকা তখন বলেছিলেন, ‘এটা তাঁর এমন একটা ভুল যার জন্য তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না।’ মুখে যাই বলুন, অমিতাভের কারণে ছবি ছেড়ে দেওয়ার পর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Exit mobile version