না, আপনার পাশের সবজি বাজারে নয়। বেগুনকে নিষিদ্ধ করেছে ফোটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম।
অনলাইনে মোবাইল থেকে ছবি ও ভিডিও শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রামে বেগুনের ছবি ব্যবহার করা নিষিদ্ধ হল।
ইনস্টাগ্রামে যেসব ফটো বা স্টিকার বিনামূল্য দেওয়া হয়, সেই তালিকা থেকে বাদ পড়ল বেগুনের ছবি। এ ব্যাপারে একটি ব্রিটিশ ওয়েবসাইটে প্রকাশ, অনেকেই নাকি ইনস্টাগ্রামে বেগুনের ছবি অশ্লীল কিছু বোঝাতে ব্যবহার করছে তাই এটাকে সরিয়ে দেওয়া হল। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ অবশ্য এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেয়নি, আবার স্বীকারও করেনি।
অবশ্য সূত্রের খবর কমিউনিটে গাইডলাইনের যুক্তি দেখিয়েই বেগুনকে নিষিদ্ধ করল ইনস্টাগ্রাম। এই সিদ্ধান্তকে নিয়ে জোর চর্চা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে। অনেকেই আবার বলছেন, এবার হয়তো কলার পালা। কারণ বেগুনের চেয়েও অশ্লীলতার ব্যবহার ওই ফলটাই তো বেশি ব্যবহার করা হয়।