গবেষণায় জানা গেছে, বিপরীতকামী নারীরা তাদের পুরুষ সঙ্গীর মুখকে নিখুঁত বলেই চিহ্নিত করেছেন। তবে এটি প্রেমে পড়া নারীদের ক্ষেত্রে সর্বাধিক হতে দেখা গেছে।
গবেষণার জন্য নারীদের কম্পিউটারে তৈরি দুটি করে পুরুষের ছবি দেখানো হয়। যদিও উভয় ছবি একই মুখচ্ছবি থেকে উৎপন্ন, শুধু কম্পিউটারে কিছুটা পরিবর্তিত। এরপর সে ছবিগুলোর মধ্য থেকে সবচেয়ে নিখুঁত মুখ খুঁজে বের করতে বলা হয় নারীদের।
এতে দেখা যায়, যেসব নারী তার সঙ্গীর সঙ্গে গভীর আকর্ষণবোধ করেন তারা সঙ্গীর মুখকেই সবচেয়ে নিখুঁত বলে মনে করেন।
গবেষণাটি করেছেন বিলকেন্ট ইউনিভার্সিটি ও ইন্ডিয়ানা ইউনিভার্সিটির গবেষকরা একত্রে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে প্লস ওয়ানে।