আবারো বিয়ে করবেন রোকেয়া প্রাচী

অভিনেত্রী ও আবৃত্তিকার রোকেয়া প্রাচী আবারো বিয়ে করবেন। দ্বিতীয় স্বামী আসিফ নজরুলের সাথে বিচ্ছেদের পর এখন দুই সন্তান নিয়ে আছেন প্রাচী। কিন্তু সম্প্রতি তার বড় মেয়ের অনেক অনুরোধের পর তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি আরো সময় নেবেন বলে ঘনিষ্ঠদের জানিয়েছেন। প্রাচী চান দুই কন্যার সঙ্গে নতুন স্বামীর বোঝাপড়াটা যাতে সুন্দর হয় বিষয়টি বিবেচনায় রেখে পাত্র পছন্দ করবেন। এজন্য কিছুটা সময় নিয়ে আগামী বছরই হয়তো বিয়ে করবেন।

এর আগে সার্জেন্ট আহাদকে প্রাচী বিয়ে করেন। এ সংসারে তার এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু ঘাতকের হামলায় নিহত হন সার্জেন্ট আহাদ। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ও টকশোর পরিচিত মুখ এবং কলামিস্ট অধ্যাপক আসিফ নজরুলকে বিয়ে করেন। কিন্তু আসিফ নজরুল জনপ্রিয় কথাশিল্পী মরহুম হুমায়ূন আহমেদের কন্যা শিলা আহমেদকে বিয়ে করেন। এর আগেই আসিফ-প্রাচী সংসার ভেঙ্গে যায়। তাদের ঘরেরও একটি কন্যা সন্তান রয়েছে।

Scroll to Top