স্টার প্লাসের ‘এক দুসরে সে পেয়ার কারতে হ্যায় হাম’ এবং একই চ্যানেলের ‘হাতিম’ সিরিয়ালগুলোতে কাজ করার পর অভিনেত্রী পূজা ব্যানার্জি এখন ‘সুইম টিম’ নামে একটি সিরিয়ালে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। ভারতের জাতীয় পর্যায়ে সাঁতারু পূজা এই সিরিয়ালটিতে একজন উঠতি সাঁতারুর ভূমিকায় অভিনয় করবেন।
পূজা বলেন, “সাঁতার একেবারে ছোটবেলা থেকেই আমার নেশা। আমি এখানে শরীর দেখাতে আসিনি তাই আমি এতে কী ধরনের সুইমস্যুট পরব সেই ব্যাপারে ক্রিয়েটিভ টিমের সঙ্গে আলাপ করে নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাকে একজন ক্রীড়াবিদের মতো দেখাতে হবে, আমি ক্রিয়েটিভ টিমকে বিষয়টি বুঝিয়েছি।”
তার দক্ষতার ক্রীড়াটি সম্পর্কে পূজা বেশ কিছু তথ্যও জানিয়েছেন। তিনি বলেন, “একমাত্র একজন সাঁতারুই স্ট্রোকগুলোর বলতে পারবে। প্রথম একজন গৃহবধূর, তারপর যোদ্ধা আর এখন একজন সাঁতারুর ভূমিকায় অভিনয় করছি। বিভিন্ন ধরনের চরিত্র পাচ্ছি বলে নিজেকে ভাগ্যবান মনে করছি।” মেহেদী হাসান