এককালে সুন্দরী ছিলাম : তসলিমা নাসরিন

image_206902.10941862_633198496824612_2967384873855944518_nতসলিমা নাসরিন। সৌন্দর্য সচেতনতায় কেমন ছিলেন? অকপটে বলেছেন সেসব কথা। আসলে তিনি বলেছেন তার প্রথম যৌবনের কিছু স্মৃতি কথা। তার ফেসবুক স্ট্যাটাসে তিনি তার ডাক্তারি শুরুর দিকের কথাও উল্লেখ করেছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘এককালে সুন্দরী ছিলাম। তখন কিন্তু নিজেকে সুন্দরী বলে মনে করতাম না। সৌন্দর্য টৌন্দর্য নিয়ে মাথা মোটেও ঘামাতাম না। দিনরাত ব্যস্ত থাকতাম লিখতে, পড়তে, রোগি দেখতে আর হাজার রকম অন্যায়ের প্রতিবাদ করতে। আয়নার সামনে দাঁড়াতামই না বললেই চলে। মুখে নিভিয়া ময়েশ্চারাইজার ছাড়া আর কিছু মাখতাম না। তবে হঠাৎ হঠাৎ কাজল পরতাম। টাঙাইলের সুতি শাড়ি পরতাম। শাড়িগুলো ছিল ১২০ থেকে ১৮০ টাকা দামের। বেইলি রোডে টাঙাইল শাড়ি কুটির নামে এক শাড়ির দোকান ছিল। ওটাই ছিল আমার শাড়ি কেনার দোকান। ডাক্তারি করে মাইনে পেতাম আড়াই হাজার টাকা। ও টাকা ছিল বিশাল টাকা। অত টাকা কী খাতে খরচ করবো তা-ই বুঝে পেতাম না।’

Exit mobile version