এবার ক্রিকেট মাঠে সানি লিওন

আইপিএলে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে সমর্থন করছেন আরেক অভিনেত্রী সানি লিওন। কিংদের সমর্থনে দলের জার্সি পড়ে রোববার মাঠে উপস্থিত হয়েছিলেন হালের আলোচিত এই অভিনেত্রী।

তবে সানির উৎসাহের পরও ম্যাচ জিততে পারেনি কিংস। সানির উপস্থিতির ম্যাচে মোহালিতে ২৩ রানে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হারে পাঞ্জাব। চলতি আইপিএলে এটি তাদের সপ্তম পরাজয়।

বিগ মানির আইপিএলে বলিউডের এলিট তারকাদের মধ্যে সর্বশেষ সংযোজন সানি লিওন।

Exit mobile version