কেমন সঙ্গিনী চান ‘আবেদনময়ী’ নাকি ‘বুদ্ধিমতি’

আবেদনময়ী নাকি বুদ্ধিমতী। কোন গুণটা বেশি আকর্ষণীয় ছেলেদের কাছে। শুধুমাত্র শরীরের বাঁক দিয়ে এখন আর বশ করা যায় না ছেলেদের। অন্তত এমনটাই জানাচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানীদের এক অংশ।

শারীরিক আকর্ষণের মোহ প্রাথমিক ভালো লাগার ক্ষেত্রে লোভনীয় হলেও জীবনসঙ্গিনী হিসেবে মেয়ে খুঁজতে নেমে পুরুষরা বেশি নম্বর দেয় বুদ্ধিমত্তাকেই।

নানা সমীক্ষা থেকে দেখা গেছে, পুরুষরা মেয়েদের শরীরের থেকে তাদের বাস্তব বুদ্ধিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এমনটাই জানিয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডেভিড বেইনব্রিজ। চেহারা, অতিরিক্ত বড় স্তন কখনোই পছন্দ নয় পুরুষের। তার আরও একটি কারণ হল, নারীদের শরীরের বাঁধন ঢিলে হয়ে গেলে যুবতী লাগে না তাদের। শরীরের আঁটসাটভাব দীর্ঘদিন বয়স লুকিয়ে রাখতে পারে নারীদের।

এছাড়া নারীদের শরীরের বেশি ফ্যাট তাদের প্রেগন্যান্সিতে জরায়ুতে থাকা বাচ্চাকেও অতিরিক্ত ফ্যাট সরবরাহ করে যা সন্তানের পক্ষে ক্ষতিকর। পরীক্ষা করে দেখা গেছে ছেলেরা স্ত্রী খোঁজার সময় সুস্থ, বুদ্ধিমতী ও যৌবন খোঁজে, ‘সেক্সিনেস’ নয়।

Scroll to Top