কোহলির ছবি আঁকলেন আনুশকা

দু’জনেই ব্যস্ত নিজেদের কাজে। একজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে কঠিন সময় পাড় করছেন। আরেকজন আছেন নতুন সিনেমান ‘বোম্বে ভেলভেট’-এর প্রচারণায়। তবে, পরস্পরের থেকে যত দূরেই থাকুন না কেন কাছেই আছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

কি? একটু গোলমাল মনে হচ্ছে কি? না ভেঙেই বলি!

সহশিল্পী রণবীর কাপুরের সাথে আনুশকা গিয়েছিলেন এক টেলিভিশন শো-তে। সেখানেই দুই নায়ক-নায়িকার কাছে প্রশ্ন করা হয়, আইপিএল, রয়্যাল চ্যালেঞ্জার্সের সেরা ব্যাটসম্যান হিসেবে তাঁদের পছন্দ কে? তাঁর ছবি এঁকে দেখান!

আনুশকা প্রথমেই এঁকে ফেলেন, ‘কোহলির ছবি’৷ দেখতে কেমন হয়েছে? না, হুবহু না হলেও, গালে দাড়ি রয়েছে, এমন এক ক্রিকেটারের ছবি এঁকেছেন আনুশকা। ওই দাড়ি দেখেই, আন্দাজ করা যায়, যে মনের মানুষের ছবিই তিনি আঁকতে চেয়েছেন৷

রণবীরও কম যান না৷ কোহলির ছবি তিনিও এঁকেছেন৷ তবে পাশে অনুষ্কার ছবিও এঁকেছেন৷ নিজের মতো করেই৷ রণবীরের এই দুষ্টুমি দেখে, হেসে ফেলেন আনুশকা। সব মিলিয়ে শো জমজমাট৷

যদিও, আনুশকার হাতে আঁকা নিজের ছবি দেখে, বিরাট কী বলেছেন, তা অবশ্য জানা যায়নি৷!

Exit mobile version