বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে হিট প্রেমিক-প্রেমিকা জুটি হলেন ক্যাটরিনা কায়েফ এবং রণবীর কাপুর। তাদের বিষয়ে খুঁটিনাটি যেকোনো সংবাদ টক অব্য দ্য টাউনে পরিণত হয়। বিশেষ করে তারা গোপন রাখতে চান এমন কোনো খবর প্রকাশ পেলে তো কথাই নেই। সংবাদমাধ্যম মুম্বাই মিরর দুজনের গোপন ডেটিংয়ের স্থান রয়েছে বলে এক প্রতিবেদনে জানায়।
বলা হয়, রণবীর এবং ক্যাটরিনার একান্ত পার্টির জন্যে গোপন একটি স্থান রয়েছে। পালি হিল এলাকায় লোকচক্ষুর আড়ালে এক পেন্টহাউজ রয়েছে। সেখানে সমুদ্রমুখী একটি অ্যাপর্টমেন্টও রয়েছে কার্টার রোডে। একটি টেরেস আছে যেখানে মেহমানদের জায়গা হয়ে যায়। দুজনের বিশেষ পার্টি বা কাছের বন্ধুদের পার্টির আয়োজন এখানেই হয়ে থাকে।
দুই লাভবার্ডের কাছের এক সূত্র জানান, সান্ধু প্যালেসের সবচেয়ে ওপরের ফ্লোরটি পাপারাৎজ্জিদের কাছ থেকে দূরে রাখার দারুণ ব্যবস্থা করা আছে। এখানে সবাই আসতে পারেন না। রাতের পার্টির ব্যবস্থা এই ফ্লোরেই করা হয় বলে জানান ওই সূত্র। সূত্র : টাইমস অব ইন্ডিয়া