চমক দেখাবেন হাসিন

বিনোদন ডেস্ক: নাটক টেলিফিল্মের নানা চরিত্রে অভিনয় করে হাসিন ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছেন। এবার সেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি। নাট্যনির্মাতা ওয়াহিদ আনামের বানানো একটি বহুজাতিক পণ্যের ‘বাকেট’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি। ইতিমধ্যেই বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। হাসিন জানান এ বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন তিনি। আর সে চমক দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

এদিকে আসন্ন ঈদ উপরক্ষ্যে বেশকিছু নাটক টেলিফিল্মে অভিনয় করছেন হাসিন। এর মধ্যে নাহিদ আহমেদ পিয়ালের নাটক ‘সূচনা, সমাপ্তি ও ভূমিকা’ ও আবদুল্লাহ মানিক আখন্দের টেলিফিল্ম ‘হৃদ অন্দর’ ইতিমধ্যেই শেষ হয়েছে। এ ছাড়া শহীদুল ইসলাম সেলিমের সঙ্গে অভিনয় করেছেন গ্রান্ডমাস্টার নামের একটি নাটকে। এ নাটকটির প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে।

Scroll to Top