চীনে জনপ্রিয় যৌনসঙ্গী সেক্স ডল!

নামেই ডল, কিন্তু শয্যায় একেবারে এক নারীর মতো আচরণ করছে চীনা সেক্স ডল। সেন্টিমিটারের হিসেবে উচ্চতার জন্য পুতুলটির পোশাকি নাম ‘১৫৬’। উচ্চ প্রযুক্তির থার্মো ইলাস্টোমারে তৈরি এই পুতুলটি হাত-পা নড়াচড়া করে। আম চীনা নাগরিকদের মধ্যে এই চীনা পুতুলটির চাহিদা দিন দিন বাড়ছে। বেইজিংয়ের বাজারে পুতুলটির দাম পড়ছে ২৫০০ ডলার।

লিউ (নাম পরিবর্তিত) নামে ২৯ বছরের এক চীনা যুবক ‘১৫৬’ ব্যবহার করার পর নিজের প্রতিক্রিয়ায় জানাচ্ছেন, চীনে অল্প পয়সা খরচ করলেন যৌনকর্মীদের সঙ্গে রাত কাটানো যায়। কিন্তু এতে আমার স্ত্রীয়ের প্রতি বিশ্বাস ভঙ্গ করা হবে। তাই আমি ‘১৫৬’ ব্যবহার করে দেখেছি। বিশ্বাস করুন, এটা ব্যবহার করা যত সোজা, ততটাই সুন্দরী দেখতে এই পুতুল। জ্যান্ত মহিলাদের চেয়েও ঢের বেশি সুন্দরী।

চীনা ওয়েবসাইটের দাবি, এখন চীনা সেক্স টয়ের বাজার প্রতি বছরে ১০০ বিলিয়ন ইউয়ানের কাছাকাছি।

Scroll to Top