ছাড়পত্র পেলো সানি লিওনের ‘মস্তিজাদে’

অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল সানি লিওনের ‘মস্তিজাদে’। মিলাপ জাভেরি পরিচালিত এই অ্যাডাল্ট কমেডির শুটিং শেষ হয়েছিল গত ডিসেম্বরে। চলতি বছরের মে মাসে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এত দিন সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় ছিল ছবিটি। অবশেষে ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছবিটিকে মুক্তির অনুমতি দিল সেন্সর বোর্ড। টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখ। প্রীতীশ এবং রঙ্গিতা নন্দী প্রযোজিত এই সিনেমায় সানি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তুষার কপূর, বীর দাস প্রমুখ। রীতেশকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। ‘মস্তিজাদে’র ছাড়পত্র পাওয়ার খবরে উচ্ছ্বসিত সানিও। টুইটারে তাঁর উচ্ছ্বাসের কথা শেয়ার করেছেন নায়িকা।
মে মাসে এই ছবির টিজার মুক্তি পেয়েছিল। তখনই ইউটিউবে হিটের পরিমাণ দেখেই আন্দাজ করা গিয়েছিল যে ছবিটি দর্শকদের পছন্দ হবে। সানি লিওন ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ‘লায়লা’ এবং ‘লিলি’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। ট্রেলারে স্বল্পবাসে সানির নাচ মন কেড়েছে দর্শকদের। টিজারের পর এ বার ছবিটিও দর্শকদের পছন্দ হবে বলেই আশা করছে টিম ‘মস্তিজাদে’। – সূত্র : আনন্দবাজার

Exit mobile version