বেলজিয়ামের ব্রাসেলস শহরে একটি অভিনব ঘটনা প্রত্যক্ষ করেছে শহরের বাসিন্দারা। তিনটি জেব্রা হঠাত্ করেই রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বেড়িয়েছে। গত শুক্রবার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
ব্রাসেলস শহরের উপকণ্ঠের একটি খামার থেকে পালিয়ে আসার পর তারা চলন্ত গাড়ির ফাঁকে ফাঁকে ছুটে বেড়ায়। এমনকি জেব্রা তিনটি এক পর্যায়ে রাস্তায় জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে দৌড়ে যেতে শুরু করেছে। শহরের লোকজন বলছে, তারা যেন বিনা পয়সার সাফারি দেখার সুযোগ পেয়েছিলেন। তাদেরকে ধরতে অভিযানে নামে পুলিশ এবং শেষপর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জেব্রা তিনটির মালিকের একজন বন্ধু বলেছেন, জেব্রাগুলোর মন কিছুটা খারাপ ছিল। কারণ খামারে তাদের সাথে থাকা আরো কয়েকটি প্রাণীকে মালিক বিক্রি করে দিয়েছিলেন। তিনি বলেন, কয়েকটি ঘোড়া বিক্রি করে দেয়া হয় এবং তখনই সেখানকার অন্যান্য জেব্রার মাথা খারাপ হয়ে যায়। তারপর তারা খামারের গেইট পার হয়ে রাস্তায় পালিয়ে যায়। -বিবিসি