ঢাকায় এসে পৌছেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

লাক্স শুভেচ্ছাদূত হিসেবে ঢাকায় এসে পৌছেছেন চেন্নাই এক্সপ্রেস খ্যাত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শনিবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে রাজধানীর একটি বেসরকারি ফাইভ স্টার হোটেলে গিয়ে উঠেছেন। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিশেষ অনুষ্ঠানে যোগদান করবেন দীপিকা। ইউনিলিভার বাংলাদেশের লাক্স সাবানের প্রচারণার অংশ হিসেবে দীপিকার ঢাকা আগমন। উল্লেখ্য এটি দীপিকার প্রথম ঢাকা সফর।

জানা গেছে, দীপিকা পাড়ুকোন আজ রাতে ঢাকায় অবস্থানের পর রবিবার সকালে আবার ভারতে ফিরে যাবেন। আয়োজক কর্তৃপক্ষ জানায়, দীপিকাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় পণ্য প্রচারণার কাজে অংশ নেবেন দীপিকা। দীপিকাকে অভ্যর্থনা জানাতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ আয়োজনে দীপিকার জনপ্রিয় গানে পারফর্ম করবেন দেশের শীর্ষ তারকারা।

Scroll to Top