নতুন প্রেমিকের গানের মডেল হলেন হ্যাপী!

এবার নতুন প্রেমিক সংগীতশিল্পী ফাহিম ইসলামের সঙ্গে মজেছেন চিত্রনায়িকা হ্যাপী। জানা যায়, ফাহিমের নতুন অ্যালবাম ‘বলছি তোমায়’ এর ‘জানি তুমি আসবে ফিরে’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করছেন হ্যাপী।
২১ মার্চ রাজধানীর অদূরে পুবাইলে এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। নিদের্শনা দিবেন রাশেদ মজুমদার। গানটিতে কন্ঠ দিয়েছেন ফাহিম ও কনা।
গানটি নিয়ে ফাহিম মিডিয়াকে বলেন, ‘আমার তৃতীয় একক অ্যালবামের এ গানটি অনেকেই পছন্দ করেছে। তাই এ গানটির মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেওয়া। আর এ গানে আমার মডেল থাকছে হ্যাপী। আশা করি, ভিডিওটি দর্শকরা দারুণ উপভোগ করবেন।’
এদিকে, ফাহিম ইসলামের সঙ্গে হ্যাপীর প্রেমের গুঞ্জন উঠেছে ভালোভাবেই। ধারণা করা হচ্ছে রুবেলকে ভুলে হ্যাপী এখন ফাহিমে মজেছেন। হ্যাপীর ফেসবুক কেন্দ্রীক কর্মকাণ্ডে এ ধারণা আরো জোরদার হচ্ছে। তবে এ ব্যপারে মুখ খোলেন নি হ্যাপী।
উল্লেখ্য, ফাহিমের প্রথম একক অ্যালবাম ‘ব্যস্ত’ প্রকাশিত হয় ২০০৮ সালে। এরপর দ্বিতীয় অ্যালবাম ‘কেন বল না’ (২০১০) এবং ডেডলাইন থেকে গত বছর প্রকাশ পায় তার তৃতীয় একক ‘বলছি তোমায়’।

সংবাদসুত্র: বাংলানিউজ

Exit mobile version