নভেম্বরেই রণবীর-ক্যাটের বিয়ে!

বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক অনেকদিন থেকেই। এমনকি একসঙ্গে বসবাস করছেন এ তারকা জুটি। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল বাগদান সম্পন্ন করেছেন তারা। এখন শোনা যাচ্ছে চলতি বছরের নভেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এ জুটি।

সম্প্রতি ক্যাটরিনাকে জুনিয়র কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি আমি একটি উত্তর দিই তাহলে আরো ২৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কি বলব তা নির্ভর করবে কখন বলব এবং সে বিষয়টি সঙ্গে যে যুক্ত থাকবে তার উপর।’

এর আগে তাদের সম্পর্ক নিয়ে সবসময়ই নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন এ দুই তারকা। অন্যদিকে ক্যাটরিনা অনেক আগে থেকেই বলে আসছিলেন সময় হলেই মিডিয়াকে সব বলবেন তিনি। কিছুদিন আগে ব্যাং ব্যাং খ্যাত এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি যখন বিয়ে করব তখন নয় বরং যখন প্ল্যান করব তখনই বলব। আপনারা (ভারতীয় মিডিয়া) সবকিছু আগেই জানতে পারবেন। যদি এ নিয়ে কোনো ‘সার্কাস’ তৈরি হয় তাহলে হোক। কারণ এতে তো আর কারো ক্ষতি হচ্ছে না।’

এদিকে একটি সূত্র ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন, এ জুটি তাদের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এমনকি সম্প্রতি কাপুর পরিবারের সঙ্গে এক নৈশ্যভোজে ক্যাটকে কিছু অলংকারও প্রদান করেছে রণবীরের পরিবার। এবং চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি।

তাহলে বিয়ের ঘন্টা বাজতে শুরু করেছে এ জুটির? এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Scroll to Top