নিরবের মালয়েশিয়ান ছবি,আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

image_197028.11047026_664976980314105_655767056_n (1)মালয়েশিয়ার চলচ্চিত্রে বাংলাদেশি নায়ক নিরব অভিনীত ‘বাংলাশিয়া’ জাপানে ‘ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে।’ আগামীকাল ছবিটির ‘ওয়ার্ল্ড স্ক্রিনিং’ হবে। তবে ভিসা জটিলতায় নিরব জাপানে যেতে পারছেন নামালয়েশিয়ার চলচ্চিত্র পরিচালক নেময়ুই পরিচালিত ছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মুসলিম অভিনেত্রী আতিকা সোহাইমি। পরিচালক নেময়ুই ও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

মালয়েশিয়ার অভ্যন্তরীন রাজনীতির বলি হওয়া এক যুবকের কাহিনি নিয়ে ছবিটির গল্প নির্মিত হয়েছে।


নিরব  জানান, মালয়েশিয়ার গমনকারী একজন বাংলাদেশি যুবকের চরিত্রে ছবিটিতে আমাকে দেখা যাবে। যে কিনা জীবনের তাগিদে একজন পরিশ্রমী শ্রমিকের কাজে দেশটিতে নিয়োজিত হয়। একসময় রাজনৈতিক দ্বন্দ্বে সরকারি পক্ষের একটি গুলি আমাকে মারাত্মক আহত করে আমার স্মৃতিশক্তি বিনষ্ট করে দেয়। সেই এক নারী (আতিকা) এসে আমার পাশে দাঁড়ায়।

নিরব বলেন, আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসবে আমার ছবিটি যাচ্ছে এটা অবশ্যই আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। আমার ক্যারিয়ারের একটি স্মরণীয় কাজ এটা। দর্শকদের ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে।

Exit mobile version