মিডিয়ায় পা রেখেই নুসরাত ফারিয়া সবার নজর কেড়েছেন প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে। টিভি উপস্থাপক, কথাবন্ধু, মডেল- এই পরিচয়গুলো ছাপিয়ে আবার তিনি নতুনভাবে আসছেন সিনেমার নায়িকা হিসেবে। সব মিলিয়ে শুরু থেকেই বেশ আলোচনার জন্ম দেন তিনি। এবার ভেরিফাইড হলো নুসরাত ফারিয়ার ফেসবুক পেইজ।
গত মঙ্গলবার রাতে ফেসবুক কর্তৃপ তার পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেন। ফলে এখন ফারিয়ার পেজের নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে। ফারিয়া অভিনীত প্রেমী ও প্রেমী সিনেমার মহরতের পরদিনই ফেসবুকের পেইজে ভেরিফাইড হয়ে নতুন আলোচনার জন্ম দেন তিনি। পেইজটি স্বীকৃতি পাওয়ায় ফারিয়া দারুণ খুশি। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্যি এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
গত মঙ্গলবার রাতে ফেসবুক কর্তৃপ থেকে জানানো হয়, আমার পেইজটি ভেরিফাইড করা হয়েছে। তাদের কথা শুনে আমি সাথে সাথেই ফেসবুকে প্রবেশ করে দেখি, সত্যি সত্যিই তা ভেরিফাইড হয়েছে। বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগমাধ্যম। খুব সহজেই আমার ভক্তরা ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন।