পরপর কয়েকটি সিনেমায় সাফল্য পাওয়ায় বলিউডপাড়ায় সানি লিওনকে নিয়ে কাজের ব্যাপারে এখন পরিচালকদের আগ্রহের কমতি নেই। অবশ্য এ আগ্রহের পেছনে অন্যতম কারণ হিসেবে ধারণা করা হয় তার অতীত জীবনকে।
সাবেক পর্নো তারকা সানি লিওনকে এখন সবাই চেনেন সফল বলিউড অভিনেত্রী হিসেবে। তবে কেউ কেউ আবার তার অতীত পরিচয়কে ‘সমীহ’ করেই চলেন। এ তালিকায় তার সহকর্মীরাও রয়েছেন।
এসব বিষয়ে কথা বলতে গিয়ে সময়ের আলোচিত এ তারকা অভিনেত্রী সানি লিওনের কাছে জানতে চাওয়া হয়েছিল যখন আপনার সঙ্গে অভিনয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তখন আপনি তার ওপর কি মনোভাব পোষণ করেন?
সানি লিওনের সোজাসাপ্টা উত্তর, ‘আমি জানি অনেক পুরুষ সহকর্মী আমার সঙ্গে পর্দায় একসঙ্গে কাজ করতে সামান্য সঙ্কোচ বোধ করেন। কারণ তারা আমার চেয়ে অনেক বেশি ‘অবাধ্য’ প্রকৃতির।’
‘আমি এও জানি অনেক প্রোডাকশন হাউস আমার কাজের ব্যাপারে আগ্রহ, মনোযোগ এবং গুরুত্বের বিষয়টি লক্ষ্য করে থাকে।’
তিনি বলেন, ‘অনেক নারী হয়তো তার স্বামীকে আমার সঙ্গে অভিনয় করতে দিতে চান না- এমন বিষয়ে কেউ কেউ সন্দেহ করতে পারেন। তাদের বলি, শোনো- আমি তোমাদের স্বামীকে চাই না। তা আমার নিজেরই আছে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মেহেদী হাসান