যৌনতার কারনে আটকে গেল সানির ‘মাস্তিজাদে’।

সমস্যা যেন পিছু ছাড়ছে বলিউড অভিনেত্রী ও সাবেক পর্নস্টার সানি লিওনের। সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি প্রকাশের দায়ে পুলিশের খাতার নাম লিপিবদ্ধ হওয়ার পর থানায় হাজিরাও দিয়েছেন তিনি। আর এবার আটকে গেল তার অভিনীত আসন্ন ছবি ‘মাস্তিজাদে’।

সানি লিওন অভিনীত ‘এক পেহলি লীলা’র সাফল্যের পর প্রযোজকরা স্বপ্ন দেখা শুরু করেছিলো সানিকে নিয়ে। সাম্প্রতিক ছবি মাস্তিজাদে তার আরেকটি সাফল্য হতে পারত। কিন্তু অতিরিক্ত অশ্লীলতার কারণে এবার সানির পথ আটকেছে ভারতীয় সেন্সর বোর্ড।

মাস্তিজাদে ছবিতে সানি ছাড়াও অভিনয় করেছেন তুষার কাপুর, বীর দাস। সানির আবার এ ছবিতে দুই ভূমিকা। দুটি চরিত্রে অভিনয় করছেন বলিউডের সেক্স সিম্বল হয়ে ওঠা এই ইন্দো-কানাডীয় আলোচিত অভিনেত্রী।

Scroll to Top