যৌন নিগ্রহের শিকার অভিনেত্রী মোনা বাসু

image_198610.mona vasuভারতে নারীদের ওপর অপরাধের ঘটনা বাড়ছে। এর থেকে রেহাই পাচ্ছেন না সেলিব্রিটিরাও। এবার যৌন নিগ্রহের শিকার হলেন অভিনেত্রী মোনা বাসু। পরিচয় ও যোদ্ধা-তে অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেত্রী মোনা গত ১১ মার্চ রাতে বাড়ি ফেরার সময় নিগ্রহের শিকার হন। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের ভারসোভা জেটির কাছে। অভিনেত্রী অবশ্য সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রণদীপ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে। আজ তাকে আন্ধেরির আদালতে পেশ করা হয়।

Scroll to Top