রুবেলদের গণসংবর্ধনায় হ্যাপী !

শনিবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ দলকে গণসংবর্ধনা দেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে একে একে মঞ্চে উঠে আসেন খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজমেন্ট ও বিসিবির কর্মকর্তাবৃন্দ। এই সংবর্ধনা অনুষ্ঠানে নাজনীন আক্তার হ্যাপী স্বশরীরে ছিলেন কিনা জানি না, কিন্তু পরোক্ষভাবে ছিলেন।

আতাহার আলী খান একজন করে খেলোয়াড়কে ডেকে মঞ্চে আনেন। এক পর্যায়ে তিনি রুবেল হোসেনের নাম ঘোষণা করেন সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শক-সমর্থকরা হ্যাপী হ্যাপী বলে স্লোগান দিতে থাকেন। এখানেই শেষ নয়, রুবেল যখন মঞ্চের সামনে ও ডান-বাম পাশের দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিভাদনের জবাব দিতে আসেন তখনও দর্শকরা হ্যাপী হ্যাপী বলে স্লোগান দিয়েছেন।

দর্শকদের দেওয়া এমন স্লোগান শুনে হাসছিলেন রুবেল। তার হাসির কোণে লুকিয়ে ছিল খানিকটা লজ্জাও। লজ্জা মিশ্রিত রুবেলের হাসি যেন দর্শকদের উৎসাহ জুগিয়েছে আরো বেশি বেশি হ্যাপীর নামে স্লোগান দিতে।

Exit mobile version