শাকিব-অপুর প্রেমে টানাপোড়েন

পর্দায় ঢালিউড কিং শাকিব খানের সাথে অপু বিশ্বাসের রসায়ন ভালোই উপভোগ করেন দর্শক। এ জুটির প্রায় সব ছবিই ব্যবসায়িকভাবে সফল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আবারো তারা ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাহিন সুমন পরিচালিত লাভ ম্যারেজ ছবিতে। রাজধানী ও এর আশপাশের এলাকায় ছবিটির প্রথম ভাগের কিছু দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। সোমবার কক্সবাজারে শুরু হবে দ্বিতীয় ধাপের শুটিং। এ সম্পর্কে শাকিব খান বলেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আমি আজ শাকিব খান হতে পেরেছি। তারা আমাকে যেভাবে দেখতে চান, সেভাবেই নিজেকে উপস্থাপন করেছি শুরু থেকে। এ পর্যন্ত অপুর সাথে করা সব ছবিই ব্যবসায়িকভাবে সফল। আশা করি, লাভ ম্যারেজ চলচ্চিত্রেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ ঢালিউড কিং আরো বলেন, ‘এ ছবিতে নতুন এক শাকিবকে দেখবেন দর্শক। এখানে আমি অভিনয় করেছি আদিঢাকার বাসিন্দা হিসেবে। বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট ও লুঙ্গি পরে ঢাকাইয়া ভাষায় কথা বলতে হয় আমাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এ ছবির গল্পে অনেক রহস্য রয়েছে।’ অপু বলেন, ‘রহস্যে ঘেরা গল্পের মাঝে দর্শক মিষ্টি প্রেমের স্বাদ খুঁজে পাবেন। আমি ঢাকা শহরের একজন ডনের মেয়ে। ঘটনাক্রমে শাকিব খানের সাথে আমার প্রেম হয়। কিন্তু তার পরিবার বিষয়টি মেনে নিতে চায় না। তাই প্রেম নিয়ে টানাপড়েন শুরু হয়। ছবিটির মূল ট্র্যাজিক পয়েন্ট এখানেই।’ দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটিকে সর্বশেষ উত্তম আকাশের রাজা ৪২০ ছবির শুটিং করতে দেখা গেছে। এ দিকে শাকিব খান শিগগিরই দু’টি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন। নাম প্রেমবাজ ও লাগাম। দু’টি ছবিতেই শাকিবের বিপরীতে অপু বিশ্বাসের অভিনয় করার কথা রয়েছে।

Exit mobile version