আপাতত স্বস্তিতে সালমান খান। ফাঁড়া কেটে গিয়েছে এখনকার মত। তাই পুরোপুরি না হলেও কিছুটা নিশ্চিন্তে শ্যুটিংয়ে যোগ দিলেন তিনি।
গতকাল শুক্রবার মুম্বাই হাইকোর্টে জামিন পান তিনি। ৩০ আজার টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। এরপর তিনি তাঁর ভক্তদের ধন্যবাদ জানান। সেই সাথে তিনি তার ভক্তদের জানান, তাঁর জন্য প্রার্থনা করার জন্য।
জানা গিয়েছে, আজ শনিবার থেকেই শ্যুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি। কাশ্মীরে শ্যুটিং চলছে ছবির। ভারতের মধ্যে তাঁকে অবাধে ঘোরার অনুমতি দেওয়া হয়েছে। তাই শনিবার থেকেই কাশ্মীরে শ্যুটিং করবেন সালমান খান।