‘সানিয়ার ছেলে হলে ক্রিকেটার হবে’

শোয়েব মালিক সদ্যই জানিয়েছেন যে তিনি সানিয়া মির্জার এক নম্বর ফ্যান৷ সদ্যই মার্টিনা হিঙ্গিসের হাত ধরে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বের এক নম্বর ডাবলস তারকার নজির গড়েছেন হায়দরাবাদের টেনিস সুন্দরী৷

বছর পাঁচেক আগেই বিয়ে করেন সানিয়া-শোয়েব৷ বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, মা হতে চলেছেন টেনিসের গ্ল্যাম কুইন৷ এবার সেই খবরে সিলমোহর দিলেন স্বয়ং সানিয়ার স্বামী সোয়েব৷ এই পাক ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয়ে যে, কবে ‘জুনিয়র মালিক’ আসছেন? তার উত্তরে সোয়েব জানান ‘ শীঘ্রই সুখবর পাবেন আপনারা৷’

তিনি এও জানিয়েছেন তাদের পুত্র সন্তান হলে সে ক্রিকেটার হবে৷ আর কন্যা সন্তান জন্মালে সে মায়ের মতোই টেনিস খেলবে৷ ক্রিকেটার না-হলে শোয়েবকে সানিয়ার ম্যানেজার হিসেবেই দেখা যেত বলে জানিয়েছেন তিনি৷এখন দেখার কবে সানিয়া মা হন৷- ওয়েবসাইট।

Scroll to Top