সাবেক ও বর্তমান প্রেমিকের সঙ্গে দীপিকা

অভিনয় শৈলি দিয়ে দর্শক মাতানোর সাথে সাথে বলিউড কুইন দীপিকা পাডুকোন নিজেকে প্রমাণ করেই চলেছেন। ব্যক্তিজীবন আর কর্মজীবন যে এক না, তা প্রমাণ করতেই যেনো সাবেক প্রেমিক রণবীর কাপুরের সাথে অভিনয় করছেন কোনো দ্বিধা ছাড়াই। আর বর্তমান প্রেমিক রনবীর সিংতো আছেনই।

সাবেক প্রেমিকের সঙ্গে ‘তামাশা’ সিনেমার শেষ সময়ের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। চলছে রনবীর সিংয়ের সাথে সঞ্জয় লিলা বানসালির পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার শুটিং।

ইমতিয়াজ আলী পরিচালিত তামাশা’র শুটিং ’র কাজ প্রায় শেষ। এবছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সাধারণত নায়ক-নায়িকাদের প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর পর্দায় দর্শক তাদের আর দেখতে পান না। কিন্তু দীপিকা মানেই হয়তো একটু অন্যরকম।

দীপিকা-কাপুর জুটির প্রেম থাকার সময়ে তাদের সিনেমা ফ্লপ হলেও প্রেম ভাঙ্গার পর ছবিগুলো হিট। বলিউডের অনেকে মনে করেন জুটি তাদের ব্যক্তিগত সম্পর্কের উপর গড়ে উঠেনি, উঠেছে অভিনয় গুণে। দীপিকা-সিং জুটিও কম নয়। 

তবে বর্তমান নাকি সাবেক প্রেমিকের সঙ্গে রসায়ন ভালো জমে তা সিনেমা দুটি মুক্তি পাওয়ার পর হয়তো বোঝা যাবে।

Exit mobile version