স্টেডিয়ামে ঐশ্বরিয়াকে ‘না’!

মা হওয়ার পর সঞ্জয় গুপ্তের ‘জাজবা’ ছবির মাধ্যমে পর্দায় ফিরে আসছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। তার অপেক্ষায় রয়েছেন বি-টাউন। কিন্তু এরই মধ্যে ঘটে গেলো এক ঘটনা। মুম্বাই শহরের ওয়ানখেড়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হলো না ঐশ্বরিয়াকে। এর আগে ২০১২ সালেও এই স্টেডিয়ামে ‘না’ করা হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানকে।

তবে এ ঘটনার বিপরীতে ঐশ্বরিয়া রায়ের জবাব ছিল সম্পূর্ণ ভিন্ন। ‘যোধা আকবর’ তারকা জানান, এই স্টেডিয়ামে শুটিংয়ের অনুমতি চাওয়া হয়। প্রথমে শুটিংয়ের অনুমতি দিলেও পরে তা বাতিল করে কর্তৃপক্ষ। আইপিএল খেলার কারণে ঐশ্বরিয়ার ছবি শুটিংয়ের অনুমতি মেলেনি বলে জানা গেছে।

টুইটারে পরিচালক সঞ্জয় গুপ্ত জানান, আইপিএল খেলার কারণে প্রথমে আবেদন বাতিল করা হয়েও পরে অনুমতি দেওয়া হয়।

এ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করছেন ইরফান খান। এ বছরের ৯ অক্টোবর মুক্তি পাবে ‘জাজবা’।
সূত্র : ইন্ডিয়া টুডে

Scroll to Top