হ্যাপীর বিয়ে বৃহস্পতিবার !

অবষেশে বিয়ে করছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে হ্যাপী লিখেছেন- ‘২৩ এপ্রিল, আমার বিয়ে। প্রোগ্রাম ৭টা থেকে। @ গুলশান-১।

তবে কার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সে বিষয়ে কিছু লিখেননি এ তিনি। বিস্তারিত জানতে হ্যাপির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার পর ব্যাপক আলোচিত হয়েছেন এই সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তিনি এখন আবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কাশেম মন্ডল পরিচালিত হ্যাপির নতুন ছবির নাম ‘নীলদৃষ্টি’।

২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা সিনেমার মাধ্যমে হ্যাপির চলচ্চিত্রে অভিষেক হয়। তারপর বদরুল আমিনের রিয়েলম্যান, মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজের সুর, মেজবাহ শিকদারের অন্যরকম, জামশেদুর রহমানের ছন্দপতন চলচ্চিত্রে কাজ করেন এ অভিনেত্রী। এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। হ্যাপীর গ্রামের বাড়ি খুলনায়।

Exit mobile version