এখনই পার্টির আয়োজন করছি না : সানি লিওন

ভারতের মানুষরা তাদের মনে গ্রহণ করে নিয়েছে সানি লিওনকে। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নিয়মিত অভিনেত্রী হয়ে গেছেন। এমনই মনে করছেন সানি লিওন নিজেই। তার পুরনো পর্ন তারকার পরিচয় আর মনে রাখতে চান না ভক্তরা। তা ছাড়া তার লেটেস্ট ছবি ‘এক পেহেলি লীলা’ নিয়ে দারুণ হইচই চলছে। এত সব ভালো খবর নিয়ে এখনো উদযাপন শুরু করিনি, জানালেন সানি।

ইতিমধ্যে ধারাবাহিক সফলতায় বড় ধরনের পার্টির আয়োজন করতে উদগ্রীব হয়ে আছেন সানির কাছের মানুষরা। কিন্তু এখনই এমনটা করতে চান না সানি।

এত সফলতার পরও অনেকে তার নাম থেকে পর্ন তারকা মুছে যাবে না বলেই মনে করেছেন। এমনকি কংগ্রেসের এক রাজনীতিবিদ অভিষেক মানু সিংভি তো সানি লিওনকে ‘পশ্চিমের পরিত্যক্ত’ বলেই মন্তব্য করেছেন।

এরপরও সানি অপেক্ষায় আছেন। সফলতা তার হাতে ধরা দিয়েছে। কাজেই যার যা বলার তা বলে ফেলুক। এরপর উদযাপন ঠিকই তিনি করবেন।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া

Scroll to Top