স্ত্রী সব কিছুই বদলে দিয়েছে: ক্লুনি

হলিউড তারকা জর্জ ক্লুনি বলেন, তার স্ত্রী আমাল আলামুদ্দিন এখন তার সবকিছুই বদলে দিয়েছেন। মূলত জীবনে পূর্ণতা এনে দিয়েছেন তিনি।

সম্প্রতি ৫৪ বছর বয়স্ক হলিউড তারকা ক্লুনি মানবাধিকার কর্মী আমাল আলামুদ্দিনকে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ক্লুনির মনের ক্যানভাসে নতুন রঙ ছড়িয়ে দিয়েছেন আমাল।

গত বছরের সেপ্টেম্বরে ভেনিসে ৩৭ বছর বয়স্ক আমালকে বিয়ে করেন।

এক গণমাধ্যমে দেয়া সাক্ষতকারে ক্লুনি বলেন, ‘বিয়ে হলে নিজস্ব জীবনধারায় কিছুটা পরিবর্তন আসে এটা আমরা সবাই জানি। আমারও তাই ধারণা ছিল। কিন্তু ভবিষ্যত নিয়ে আমি খুব আশাবাদী। তবে নিজেকে নিয়ে সব সময় আশাবাদী হতে পারতাম না। কিন্তু এখন আমি নিজেকে নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।’

স্ত্রী আমাল সম্পর্কে তিনি বলেন, ‘তিনি (আমাল) খুবই ভালো মানুষ। সে খুব কেয়ারিং। আমার দেখা বুদ্ধিমান মানুষদের মধ্যে তিনি একজন। এছাড়ও তার বোধশক্তি সত্যি প্রশংসার দাবিদার।’

Scroll to Top