হ্যাপির এ হেন কীর্তিকলাপ দেখে খোদ হ্যাপির পরিবারের এক সদস্য (সম্পর্কে হ্যাপির মামা) বলেছেন, হ্যাপি দিন দিন পাগল হয়ে যাচ্ছে, অতিসত্বর হ্যাপিকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া উচিত।
তবে এসব আপাতত পুরানো খবর, নতুন খবর হচ্ছে আজ সকালে হ্যাপি তার ফেজবুকে একটি নতুন করে স্ট্যাটাস দেন।
হ্যাপি ফ্রেশ অনূভতি নিয়ে তার স্ট্যাটাসে বলেন-
“নিয়ত করেছি আগামী বছর হজ্জ পালন করবো। বাবা-মা একাধিক বার এ কাজটি পালন করেছেন। তাই ঠিক করেছি আমিও হজ্জ পালন করবো….আমিন”
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য হ্যাপির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
সময়ের সাথে প্রতিনিয়ত ডিগবাজী মেরেই যাচ্ছেন হ্যাপি। হ্যাপির হজ্জ পালনের এই নিয়ত কতটুকু ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার বিষয়।