চুল পড়া ও দুর্বল চুলের গোড়া একটি সাধারন কিন্তু ভয়াবহ সমস্যা। বাজারে পাওয়া যায় এমন অনেক প্রোডাক্ট দিয়ে এর কিছুটা সমধান হলেও সবথেকে ভাল উপকার পাওয়া যায় প্রাকৃতিক উপকরণ ব্যবহারে। রাশিয়ান ডাক্তার তাতজানা অ্যালেকসেন্ড্রোভিক কনোভালোব এই সমস্যা সমাধানে প্রাকৃতিক উপকরণ দিয়ে নতুন মাস্ক আবিষ্কার করেছেন। একটি মাত্র সবজি গাজর দিয়ে তৈরি এই মাস্ক চুলের গোঁড়াকে করে মজবুত, চুল পড়া করে বন্ধ।গাজরে আছে প্রচুর পরিমানে ভিটামিন ‘বি’ ক্যরোটিন ও ভিটামিন ‘সি’। যা চুলের গোঁড়াকে করে মজবুত ও এসব ভিটামিন চুলের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পাশাপাশি নখ ও ত্বকেও সুন্দর করে তুলতে গাজরের কোন বিকল্প নেই।
কয়েক টুকরা সতেজ গাজর কুঁচি কুঁচি করে চুলের গোড়ায় ১৫ মিনিট লাগিয়ে রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। প্রথম প্রথম গাজরের এই মাস্ক চুল ধোয়ার আগে সপ্তাহে ৫ বার লাগাতে হবে। চুল পড়া কমতে থাকলে মাসে একবারে এই মাস্ক লাগালেই হবে।
কয়েকবার লাগানোর পরেই নিজেই উপকার দেখতে পাবেন।