চোখে কিছু পড়লে যা করবেন

চোখ মানুষের অমূল্য সম্পদ। নানা কারণে চোখ দুর্ঘটনার কবলে পড়তে পারে। ছোট্ট কোনো কারণেই হয়তো আপনার চোখে অনেক বড় কোনো সমস্যা হতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে সব সময়। চোখে ধুলোবালি পড়তে পারে। কাজ করার সময় কিছু ছিটকে এসে চোখে বিঁধতে পারে, কোনো রাসায়নিক পদার্থ চোখে পড়তে পারে। এরকম কিছু চোখে পড়ে গেলে –

১. কখনই চোখ কচলানো যাবে না।
২. চোখে পানির ঝাপটা দিতে হবে।
৩. রোগীকে আলোর দিকে মুখ করে বসিয়ে আলতোভাবে চোখের দুটি পাতা খুলে দেখতে হবে। চোখে কোনো বস্তু লেগে থাকলে রুমালের কোনা ভিজিয়ে আলতোভাবে ব্রাশ করার মতো লাগিয়ে বস্তুটি তুলে নিতে হবে।
৪. রাসায়নিক কিছু চোখে পড়লে দুধ দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৫. তাড়াতাড়ি ডাক্তার বা হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করতে হবে।

Scroll to Top