জুতার দুর্গন্ধ সমস্যার সমাধান

প্রকৃতিতে চলে এসেছে দুঃসহ গরম। শুষ্ক হাওয়াতে ধুলাবালি উড়াউড়ি বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। অল্প কিছুদিন পরেই শুরু হবে বর্ষার উৎপাত। সব বিপদ থেকে যত্নের পাকে নিশ্চিত সুরক্ষা দিতে এই আবহাওয়াতে অনেকেই পাবন্ধ জুতা পরতেই বেশি আগ্রহী। দিনের শুরুতে বের হয়ে ফেরা দিন শেষে। কিন্তু বিপত্তি ঘটে জুতা খোলার পর দুর্গন্ধ বের হলে। অথচ খুব সহজেই দূর করতে পারেন এই সমস্যা।

* প্রতিদিন পরিহিত মোজাটি পরিষ্কার করতে হবে। মোজা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সুতি মোজা বেছে নিতে হবে।

* একই জুতা প্রতিদিন না পরে একাধিক জুতা ব্যবহার করতে পারেন, দারুণ উপকার পাবেন।

* জুতো পরার আগে পায়ে ভালো মত ডিওডোরেন্ট স্প্রে করে নিন। তবে খেয়াল রাখবেন পা যেন ভেজা না থাকে।

* জুতো পরার আগে ভেতরে ট্যালকম পাউডার ছিটিয়ে নিতে পারেন। ঘাম প্রতিরোধ করে এমন পাউডারও দিতে পারেন।

* খুব বেশি টাইট বা খুব বেশি ভারী জুতো না পরা ভালো।

* পায়ে যদি দুর্গন্ধ হয়েও যায় তবে, পানিতে বেকিং সোডা গুলে নিন। এই পানিতে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে নিজের পা ভালো করে মুছে নিন। পানি নিজে থেকেই শুকোতে দিন। গন্ধ কেটে যাবে।

* কাপড়টি ভালো করে চিপে সেটা দিয়ে জুতার ভেতরের দিকটাও মুছে নেবেন। কাপড় যেন খুব বেশি ভেজা না থাকে।

* জুতা রোদে কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন, তাতে গন্ধ দূর হবে।

Exit mobile version