বিয়ে করে গৃহবধূর মতো জীবন কাটাতে চান-দীপিকা পাডুকোন

শিশুদের ভীষণ ভালোবাসেন দীপিকা পাদুকোন। এই তথ্য মিডিয়ার দৌলতে অনেকেরই জানা। তবে কতটা ভালোবাসেন সেটা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এ মুহূর্তে বি-টাউনের এক নম্বর নায়িকা। তিনি জানান, সত্যি প্রেমে পড়লে বিয়ে করে আর পাঁচজন গৃহবধূর মতো জীবন কাটাতে দু’বার ভাববেন না তিনি। আর অবশ্যই অনেক সন্তানের মা হবেন।
ঠিক কী বলছেন দীপিকা?
তাঁর কথায়, ‘আমি খুব সহজেই অভিনয় ছেড়ে ঘরোয়া জীবন যাপন করতে পারি। সুখে সংসার করারও ভীষণ ইচ্ছে রয়েছে। যেখানে কোনও লাইমলাইটের ফোকাস আমার উপর থাকবে না। আমার মনে হয় পরিবারের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না।’ আর এটাও জানাতে ভালেননি, ‘আমি অনেক অনেক সন্তান চাই। কখন কী ভাবে হবে জানি না। তবে আমি অনেক বাচ্চা চাই।’
টানা শ্যুটিং, ইভেন্ট, ছবির প্রোমোশন এ সবের মধ্যে ঠিক সময় বার করে শাহরুখ পুত্র আব্রাম এবং ‘ককটেল’ ছবির পরিচালক হোমি আদাজানিয়ার বাচ্চাদের সঙ্গে অনেকটা করে সময় কাটান দীপিকা। সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবি বেশ ভালো সাড়া পেয়েছে। পর পর ৮-৯টি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবুও সাফল্য মাথা ঘুরিয়ে দেয়নি। তিনি জানাচ্ছেন, ‘আমি কখনই একেবারে সন্তুষ্ট হয়ে যাই না। সব সময় চেষ্টা করি, যাতে পরের ছবিটা আগের ছবির থেকেও ভালো হয়। আরও ভালো অভিনয় করতে পারি।’

সূত্র: এই সময়

Exit mobile version