‘ভিক্ষুক’ থাকেন ৮০ লাখ টাকার আলিশান ফ্ল্যাটে

রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ানোটা তাঁর পেশা। অথচ তিনি যেখানে থাকেন সেটাকে ‘আলিশান’ বললেও কম বলা হবে হয়তো। ফ্ল্যাটটির দাম অন্তত ৮০ লাখ টাকা। আর এই ফ্ল্যাটেই থাকেন মুম্বইয়ের রাস্তায় ভিক্ষাবৃত্তি করে বেড়ানো ভরত জৈন। চমকের এখানেই শেষ নয়। প্রতি মাসে ভিক্ষf করে প্রায় ৭৫-৮০ হাজার টাকা রোজগার করেন ভরত। ভারতের সবথেকে ধনী ভিক্ষুকের এই খবর প্রকাশ্যে আসায় চমকে উঠছেনে অনেকেই। ভারতের কোনও মুখ্যমন্ত্রীও প্রতিমাসে এত টাকা বেতন পান না।

মুম্বইয়ের শিবাজি টার্মিনাস বা আজাদ ময়দানে ভিক্ষা করে বেড়ান ভরত। দিনে গড়ে ৮-১০ ঘণ্টা ‘ডিউটি ওয়ার্স’। বাড়িতে ফেরেন নিয়ম মেনে রাত দশটার মধ্যে। ফ্ল্যাটে থাকেন স্ত্রী ও দুই ছেলে, বাবা ও ভাইকে নিয়ে। দুই ছেলেই পড়াশোনা করছে।

ভরত বলছেন, তাঁর একটি দোকানও ভাড়া দেওয়া রয়েছে। সেখান থেকে প্রতি মাসে অন্তত দশ হাজার টাকা রোজগার হয়।

সূত্র: কলকাতা

 

Scroll to Top