মস্তিস্কে স্থায়ী পরিবর্তন আনে মাতৃত্ব

সন্তানের জন্ম দেয়া পর মহিলাদের মনোস্তত্ত্ব ও দেহততত্ত্বের পরিবর্তন হয়, যা মানসিক চিকিৎসায় প্রভাব ফেলে। গবেষকরা এমনটাই দাবি করেছেন।

বিজ্ঞানীরা মনে করছেন, মাতৃত্ব ও গর্ভধারন মহিলাদের মস্তিস্কে স্থায়ী পরিবর্তন এনে দেয়, যা তাদের পরবর্তী জীবনে চিকিৎসায় প্রভাব বিস্তার করতে পারে।

গবেষণায় দেখা গেছে, বয়সজনিত এবং স্নায়ু সৃজক সমস্যায় হরমোন থেরাপি ও মস্তিস্ক পরিচালনার ক্ষেত্রে এই পরিবর্তনগুলো দেখা যায়।

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়য়ের গবেষণা থেকেই উঠে এসেছে মহিলাদের মস্তিস্কের স্থায়ী পরিবর্তনের তথ্য।

“আমাদের গবেষণায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মহিলাদের মাতৃত্ব তাদের চেতনার পরিবর্তন আনে। হরমোন থেরাপির ক্ষেত্রে দেখা যাচ্ছে মাতৃত্ব স্থায়ীভাবে মস্তিস্ককে পরিবর্তন করে দিচ্ছে।”

নিজেদের গবেষণার স্বপক্ষে এই মন্তব্য করছেন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়য়ের ডঃ লিসা গালিয়া। এর সাথে তিনি আরো বলেন, “হরমোন মস্তিস্কে গভীর প্রভাব বিস্তার করে। একজন মহিলা মা হওয়ার সাথে সাথে তার জীবনে কিছু পরিবর্তন আসে। মনোস্তত্ত্ব ও দেহতত্ত্বের ওপর তার প্রভাব হয় সবচেয়ে বেশি।”

 

Exit mobile version