গ্রীষ্মের তাপে অনেকেরই ত্বকে র্যাশ দেখা দেয় বা চুলকানির সৃষ্টি হয়। এ সমস্যা সমাধান করার জন্য রয়েছে কয়েকটি ঘরোয়া সমাধান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
১. রোসাসেয়া
মুলতানি মাটি, নিম ও তুলসি আপনার মুখের র্যাশ বা অনুরূপ লাল হলে যাওয়া সমস্যা উপশমে কার্যকর। এক কাপ টেবিল ভিনেগার ছয় কাপ পানিতে মিশিয়ে তা দিয়ে মুখ পরিষ্কার করুন। এছাড়া আক্রান্ত স্থানে গ্রিন টি প্রয়োগ করেও উপকার পাওয়া যাবে।
২. পিগমেন্টেশন
অর্ধেক লেবু নিয়ে এক কাপ প্লেন দইয়ের সঙ্গে মেশান। এটি ফ্রিজে রাখুন এবং ঘুমানোর আগে মুখে প্রয়োগ করুন। একবার লাগানোর পর পাঁচ মিনিট অপেক্ষা করুন। প্রয়োজনে এর ওপর হালকা করে ময়েশ্চারাইজার লাগান।
৩. ফাংগাস সংক্রমণ
ভিনেগার বা ইসেনশিয়াল অয়েল ফাংগাস সংক্রমণপ্রবণ এলাকার ওপর প্রয়োগ করুন। এতে ফাংগাস সংক্রমণের সম্ভাবনা কমবে।
৪. একজিমা
নারিকেল তেল, ক্যামোমাইল চা ও বাটার প্রয়োগ করুন ত্বকে। এটি ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।
৫. ঘামাচি
স্মুথিং এজেন্ট যেমন হালকা ক্লেমাইন লোশন ও ঘৃতকুমারি (অ্যালো ভেরা) লোশন আক্রান্ত এলাকায় প্রয়োগ করুন।
৬. গোড়ালি ফাটা
মুলা বাটা পায়ের গোড়ালি ফাটা সারাতে কার্যকর। এজন্য ওয়াক্স ও টারমেরিকও প্রয়োগ করতে পারেন।
৭. ত্বকের বর্ণ নষ্ট হওয়া
পাকা পেঁপে ও কলাতে রয়েছে এনজাইম যা ত্বকের বর্ণ নষ্ট হওয়া ঠেকায়।