১. জন্মনিয়ন্ত্রণ পিলটি দেহে জন্যে সঠিক না হলে আপনার ক্রমাগত মাথাব্যথা করতে থাকবে। এটি মারাত্মক মাইগ্রেনও ঘটাতে পারে। আপনার দেহে যদি এমনিতেই ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেশি থাকে, তবে এসব পিল না খাওয়াই ভালো। কারণ পিল এই হরমোনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এ জন্যে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
২. আপনার ওজন বাড়লে কোনো অবস্থাতেই তা কমবে না। অনেকেই মনে করেন, পিল খেলেই ওজন বাড়ে। এমনটা নাও হতে পারে। তবে ওজন বাড়লে সহজে কমাতে পারবেন না। এক গবেষণায় দেখা গেছে, যারা পিল খাচ্ছেন তাদের ৬০ শতাংশের পেশির ওজন সহজে কমে না। কিন্তু যারা পিল খান না, তাদের দেহ সহজেই ওজন হারাতে পারে।
৩. পিল খাচ্ছেন যারা তাদের মাঝে যৌন আকাঙ্ক্ষা কমে যাবে। পিল দেহের সেক্স হরমোর টেস্টোসটেরনের স্থানটি দখল করে নেয়। গর্ভে ডিম্বোস্ফোটনের সময় দেহ ৫০ শতাংশ টেস্টোসটেরন হরমোন উৎপন্ন করে। পিল ডিম্বোস্ফোটনে বাধা দেয়। এতে টেস্টোসটেরনের মাত্রা কমে যায়। ফলে যৌন অনুভূতি ধীরে কমে যেতে থাকে।
৪. পিল দেহের উপযোগী না হলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন। যখন প্রথম পিল খাবেন, তখন এটি দেহের ভিটামিন বি ভেঙে দেয়। এতে দুর্বলতা বোধ করবেন আপনি। এভাবে যত দিন খেতে থাকবেন, আপনার দেহ প্রয়োজনীয় ভিটামিনশূন্য হতে থাকবে। ফলে আস্তে আস্তে কর্মউদ্দীপনা হারাতে থাকবেন আপনি।
৫. পিল দেহের সঙ্গে মানানসই না হলে বিষণ্নতা ভর করবে। পিল খাওয়ার কারণে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরোন হরমোন মস্তিষ্কে প্রভাব ফেলে। এতে মানসিকতা নষ্ট হয়ে যায়, মন খারাপ ভাব আসে। এ জন্যে অনেক চিকিৎসক পিলের সঙ্গে মুড ভালো রাখার ওষুধও দিয়ে থাকেন।
৬. সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয় তাদের গবেষণায় জানায়, পিল দেহের সঙ্গে বেমানান হলে আপনি শুধু ভুল পুরুষের প্রতিই আকর্ষিত হবেন। পিল যারা খাচ্ছেন না তারা জিনের সঙ্গে মানানসই পুরুষকে বেছে নিতে পারেন নিজের সহজাত অনুভূতি ব্যবহার করে। কিন্তু যারা ভুল পিল নিচ্ছেন, তারা এমন পুরুষকে বেছে নেন, যা জেনেটিকভাবে দুজনের সঙ্গে খাপ খায় না।
৭. পিল দেহের উপযোগী হলে আপনি সুখী এবং উচ্ছ্বল হবেন। কিন্তু অনুপযোগী পিল খেলেই বিপত্তি। এ ক্ষেত্রে আপনি নিজের মতো আর থাকতে পারবেন না। নিজেকে নিজের মাঝে হারিয়ে ফেলবেন ধীরে ধীরে। মনোযোগের সঙ্গে খেয়াল করে দেখবেন, আপনি এমনটা ছিলেন না। কিন্তু কেমন যেন বদলে গেছেন। এসব ভুল পিলের কারণে হতে পারে।
সূত্র : ইন্টারনেট
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.