বডি লোশন থেকে শুরু করে লিপগ্লস, প্রতিদিন কত রকমের প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকেন নারী-পুরুষ উভয়েই। কিন্তু এইসব প্রসাধনীর আসল সত্য জানেন কি? আমরা অনেকেই জানি না আসলে কী দিয়ে তৈরি হয় কসমেটিক্স। যেমন আপনি জানেন কি, লিপ গ্লসে ব্যবহার করা হয় মাছের আঁশ এবং অ্যান্টি এজিং ক্রিমে থাকে প্রাণীর বীর্য? চলুন, আজ জেনে নিই আপনার প্রিয় প্রসাধনীর আসল চেহারা। মূল লেখাটি পরিবেশিত হলো ডয়েচ ভেলের সৌজন্যে।
অপরিশোধিত তেল
ক্রিম, লোশন বা সাবান তৈরিতে ব্যবহার করা হয় পেট্রোলিয়াম থেকে তৈরি এক ধরণের উপাদান যার নাম প্যারাফিন। বর্ণ, গন্ধহীন এই উপাদান ত্বকের ওপর একটি আবরণ তৈরি করে ত্বককে মসৃণ করে। কসমেটিকস বা প্রসাধনী উৎপাদন কোম্পানিগুলোর মতে, প্যারাফিন ত্বকের জন্য ক্ষতিকর নয়, তবে বিজ্ঞানীরা বলছেন এর তারতম্যের কারণে ত্বকের ক্ষতি হতে পারে।
চিংড়ি, কাঁকড়া বা পোকামাকড়ের খোসা!
শ্যাম্পু, টুথপেস্ট ইত্যাদির মতো কসমেটিকসে ব্যবহার করা হয় ‘চিটোসান’ নামের একটি উপাদান, যা কিনা চিংড়ি মাছ, কাঁকড়া এবং কিছু পোকামাকড়ের খোসা থেকে তৈরি হয়।
মাছের আঁশ
ঠোঁট আর্দ্র রাখতে আমরা যে ‘লিপ গ্লস’ ব্যবহার করি তা তৈরি করতে বেশ কিছু জিনিসের দরকার হয়। মাছের আঁশ না হলে লিপ গ্লস তৈরি করা অসম্ভব।
কোষের যৌবন ধরে রাখতে বীর্য!
ত্বকের কোষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে যেসব অ্যান্টি-এজিং কসমেটিকস ব্যবহার করা হয় তা তৈরি করা হয় বিভিন্ন প্রাণীর বীর্য থেকে।
প্রাণীর চর্বি
প্রাণীর চর্বি প্রায় সব ধরণের কসমেটিকস তৈরিতেই ব্যবহার করতে হয়। বিশেষ করে সাবান তৈরির কথা তো চর্বি ছাড়া ভাবাই যায়না।
অ্যালকোহল
বডি লোশন, ক্রিম, আফটার শেভ লোশন, চুলে দেয়ার রং বা মাউথওয়াশ- অনেক কসমেটিকসেই অ্যালকোহল থাকে, অর্থাৎ এসব তৈরির উপাদানে অ্যালকোহল থাকে। শতকরা প্রায় ৯৫ ভাগ ক্ষেত্রেই অ্যালকোহল ব্যবহৃত হয়। অ্যালকোহল ব্যবহার করার ফলে চামড়া বা চুল শুকিয়ে যায়, ফেটেও যায় কখনো কখনো। তারপরও এর ব্যবহার থামছেনা।
অ্যালুমিনিয়াম
অনেক সময়ই পারফিউম বা ডিওডোরেন্টের ক্যান তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে। এর কারণে ত্বকে জ্বালাপোড়া হয়, অন্য কিছু সমস্যাও দেখা দেয়। তথ্য সৌজন্য- ডয়েচ ভেল