বিশ্বের প্রথম দৃষ্টিহীন সংবাদ পাঠক হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন ১১ বছর বয়সী বালক রামানুজমের। ভারতের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ খবর পড়েন এই দৃষ্টিহীন বালক।
রামানুজম পঞ্চম শ্রেণীতে পড়েন। জন্মান্ধ তিনি। পৃথিবীর আলো কিংবা প্রকৃতির রূপ-রস দেখার সৌভাগ্য তার হয়ে উঠেনি। যা কিছু দেখেছেন তার সবই মা-বাবার চোখ দিয়ে অর্থাৎ তাদের কাছ থেকে শুনে। একটু বড় হয়ে ব্রেইল পদ্ধতিতে পড়া শেখা তার। খবর পড়ার সময়টা কিন্তু দুই চার মিনিট নয়, টানা ২২ মিনিট তিনি পড়েছেন খবর। মা-বাবা কোনোদিন কল্পনাও করেননি যে তার ছেলে টেলিভিশনে খবর পড়বে। তাদের মত অনেকের কল্পনায়ই আসেনি। কিন্তু তামিল চ্যানেল লোটাস নিউজে নেপাল এবং শ্রীলঙ্কার রাজাপাকসের খবর পড়ে মা-বাবার অধীর আগ্রহের সমাপ্তি ঘটাল রামানুজম। তার জীবনে টেলিভিশনের সামনে আসার ব্যাপারটা এই প্রথম। ফলে নিজেও চিন্তায় ছিল রামানুজম। কিন্তু সব আড়ষ্টতা কাটিয়ে নিজের চিন্তাসহ অন্য সবার উদ্বিগ্নের অবসান ঘটালো রামানুজম।